বিকেল ৫টায় ওটিটি আয়না-তে মুক্তি দেশের প্রথম এআই শর্টফিল্ম ২০৬৯
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এআই দিয়ে তৈরি হলো দেশের প্রথম শর্টফিল্ম ২০৬৯। ত্রিমাত্রিক ডিজাইন স্টুডিওর ইউটিউব চ্যানেলে রোববার বিকেল ৫টায় ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ৩ মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘের ই-মুভিটি। দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আয়না-তেও।
ছবিতে বসবাসের অযোগ্য পৃথিবী ছেড়ে নতুন গ্রহের সন্ধানে নামে জেনি-ডিনেগ দম্পতি। নৈঃসর্গিক মুগ্ধময় একটি বসবাসের আবাস সন্ধানে প্রধান চরিত্রে জেনি-কে সবসময় হাসি খুশি-রাখতে চেয়েছিলো তার স্বামী ডিনেট। তবে মৃত্যু কেড়ে নেয় ডিনেট-কে। তাই নতুন গ্রহের সন্ধানে একাই বেরিয়ে পরে নি:সঙ্গ জেনি। প্রযুক্তির বুনটে ঠাসা এই শ্টফিল্মে রয়েছে আরো তিনটি চরিত্র।
এক্সপেরিমেন্টাল এই ছবির গল্প লিখেছে চ্যাটজিপিটির ৩.৫ ও ৪র্থ সংস্করণ। সেই গল্পের ওপর ভিত্তি করে স্টোরিবোর্ড তৈরি করে এআই দিয়েই তৈরি করা হয় চরিত্রগুলোর মডেল। সম্পাদনা ও এনিমেশনও করে দিয়েছে এআই। আর এআই-কে প্রম্পটার হিসেবে গাইড করেছে আরটিবি রোহান ও জেনি। প্রম্পট প্রকৌশলী হিসেবে কাজ করেছে জেনি। আর ছবিটি যৌথভাবে পরিচালনা করেছে রোহান ও রাতুল বিশ্বাস।
এ নিয়ে রোহান জানালেন, যেহেতু স্টুডিওতে বসেই এআই ব্যবহার করে সব কাজ সেরেছি তাই আমাদের খরচ বেঁচেছে ৯০ শতাংশের মতো।
এর আগে রাতুল, রোহান আর এ্যানি—তিন বন্ধু মিলে উপহার দেয়ার কথা জানায় ত্রিমাত্রিক অ্যানিমেটেড ওয়েব সিরিজ—এক্সডি ব্রোস। সেটিও দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রোহান।







